নোয়াখালীর আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

নোয়াখালীর চৌমুহনীতে মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে পূজামণ্ডপে হামলা ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত ৪টি মামলায় মোট ৮০জনকে গ্রেফতার করা হলো।

বুধবার (২০ অক্টোবর) ভোর রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের মো. ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের মিজানুর রহমান, গনিপুরের নুর নবীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এছাড়া পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় একলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ ও যাচাই-বাছাই করে এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করি। ইতোমধ্যে আমরা জবানবন্দি নেয়া শুরু করেছি। সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply