নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার শেষে উইন্ডসর ক্যাসেলে ফিরলেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) তথ্যটি নিশ্চিত করে বাকিংহাম প্যালেস।
বিবৃতিতে বলা হয়, রানী লন্ডনের ‘কিং এডওয়ার্ড’ হাসপাতালে ভর্তি ছিলেন। তবে, তিনি করোনা আক্রান্ত নন এমনটা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ৯৫ বছরের রানীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন ব্যস্ত শিডিউল থেকে ছুটি নিয়ে বিশ্রামে থাকবেন। এ কারণেই বাতিল করা হয়েছে তার উত্তর আয়ারল্যান্ড সফর।
গত সপ্তাহে জনসম্মুখে লাঠিতে ভর দিয়ে হাটতে দেখা যায় ব্রিটিশ রানীকে। ২০১৩ সালের পর বুধবার (২০ অক্টোবর) একরাতের জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
Leave a reply