রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা

|

ছবি: সংগৃহীত।

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টায় শুরু হয়ে ‘গ’ ইউনিটের বাণিজ্য অনুষদের পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত। এই পরীক্ষায় ১ হাজার ৫৭৭ জন অংশ নিচ্ছেন।

পরীক্ষা কক্ষে কেবলমাত্র প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া সকল ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কক্ষসহ পু্রো ক্যাম্পাস চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, এ নিয়ে চতুর্থ দিনের মতো ঢাবি’র ভর্তি পরীক্ষা রাবিতে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩শে অক্টোবর ‘ঘ’ ইউনিটের পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply