ডিজিটাল লেনদেনের জন্য বর্তমানে সুবিধার পাশাপাশি বিপত্তিও অনেক। সামান্য অসাবধানতার জন্য ভুলে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার ভয় থাকে অনেক বেশি। তবে এমন যদি হয় তাহলে কী করবেন? টাকা ফেরত পাওয়ার উপায় কী?
প্রথমত, সাবধানতা অবলম্বন করতে হবে পরদে পরদে। প্রয়োজনে প্রথমে প্রাপকের অ্যাকাউন্টে ১ টাকা পাঠিয়ে পরীক্ষা করে নিতে পারেন, নম্বর ঠিক আছে কি না। তবে সেই সুযোগ না থাকলে অ্যাকাউন্ট নম্বরটি লিখে নিয়ে বার বার মিলিয়ে দেখে নিন। প্রথমে অ্যাকাউন্ট নম্বরটি ডান দিক থেকে মেলান, এরপর উল্টো দিক থেকেও একবার মিলিয়ে নিন। তাহলে ভুলের আশঙ্কা কমে যাবে।
এরপরও যদি ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেন, তাহলে সাথে সাথে আপনার ব্যাংককে জানান। ভুল করে যে অ্যাকাউন্টে পাঠিয়ে ফেলেছেন, সেটি সম্পর্কে সবিস্তরে তথ্য দিন ব্যাংককে। এরপরই আপনার ব্যাংক যথোপযুক্ত ব্যবস্থা নেবে। তবে সবোর্চ্চ চেষ্টা করবেন যাতে কোনোভাবেই ভুল না হয়।
Leave a reply