সাকিব এখন সবার শীর্ষে

|

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। শহীদ আফ্রিদির ৩৯ উইকেট টপকে সাকিবের উইকেট এখন ৪১।

গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনির বিপক্ষে হওয়া বাছাইপর্বের শেষ ম্যাচেই আফ্রিদিকে ছুঁয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আজ শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের মূলপর্ব শুরুর দিন একই ওভারে দুই উইকেট শিকার করলে সবাইকে ছাড়িয়ে যান সাকিব।

আজ আরব আমিরাতের শারজায় টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নাইম ও মুশফিকের দুর্দান্ত ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ১৭১ রানের বড় সংগ্রহ তোলে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ভাল সূচনা করে শ্রীলঙ্কাও। দুই রানে প্রথম উইকেট হারলেও দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলে লঙ্কানরা। ৮ ওভারেই তুলে ফেলে ৭১ রান। এরপর সাকিব তার দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন ক্রমেই বিপদজনক হয়ে ওঠা পাথুম নিশাঙ্কাকে। একই ওভারের চতুর্থ বলে সেট হওয়ার আগেই ফিরিয়ে দেন আভিস্কা ফার্নান্দোকে।

টি-টোয়েন্টিতে ৯১ ম্যাচ খেলে ১১৫ টি উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরমধ্যে বিশ্বকাপেই নিলেন ৪১ উইকেট। সাকিব যে বড় মঞ্চের খেলোয়াড় তা বরাবরই বুঝিয়ে আসছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply