টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাওয়া ম্যাচের টস জিতে মোহাম্মদ নবী বলেন, উইকেট বেশ শুকনো। ব্যাটিংয়ের জন্য উপযোগী মনে হচ্ছে কন্ডিশন। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও আমরা ভালোই করেছি। দলীয় কম্বিনেশন এবং পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টাই করবো।
স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার বলেন, বল করতে হওয়ায় আমরা খুশি। আইপিএলেও রান তাড়া করে জয়ের রেকর্ড ভালো ছিল। এরইমধ্যে আমরা যা অর্জন করেছি তা নিয়ে দলের খেলোয়াড়রা বেশ আনন্দিত। এ পর্যায়ের ক্রিকেটকে তারা উপভোগও করছে। তবে আমাদের সামর্থ্যের প্রমাণ দেয়ার এখনও বাকি আছে বলেই আমি মনে করি। দলের কম্বিনেশনেও নেই কোনো পরিবর্তন। আমাদের দল নিয়ে আমরা সন্তুষ্ট।
Leave a reply