আবারও পেছালো রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়

|

রেইনট্রিতে ধর্ষণ মামলার রায় ১২ অক্টোবর, সাফাত-নাঈমদের জামিন বাতিল

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার রায় দ্বিতীয় বারের মতো পেছালো।

বুধবার (২৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহার এ মামলার রায় ঘোষণা করার কথা ছিল। এর আগে চলতি মাসের ১২ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক অসুস্থ থাকায় রায় পিছিয়ে ২৭ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলার আসামিরা হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন এবং নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম।

কোর্ট সূত্রে জানা গেছে, সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার মারা যাওয়ায় আজ আদালত বসবে না। তাই এ মামলার রায় আজ ঘোষণা করা হবে না।

[আরও পড়ুন: ‘গরিবের আইনজীবী’ আবদুল বাসেত মজুমদার আর নেই]

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ওই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। আসামি করা হয় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ জনকে। পুলিশ প্রতিবেদনে আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণের অভিযোগ আনা হয়। অপর আসামি সাদমান সাকিফ, রহমত আলী ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে ওই আইনের ৩০ ধারায় সহযোগিতার অভিযোগ আনা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply