নবীকে টপকে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব

|

টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার আবার সাকিব। ছবি: সংগৃহীত

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে টপকে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

২৯৫ পয়েন্ট নিয়ে ২৭৫ পয়েন্টধারী মোহাম্মদ নবীকে টপকে গেছেন সাকিব। র‍্যাঙ্কিংয়ের তিনে আছেন নামিবিয়ার অলরাউন্ডার জে জে স্মিথ। এরপর পর্য্যাক্রমে আছেন আছেন গ্লেন ম্যাক্সওয়েল, ওমানের অধিনায়ক জিশান মাকসুদ, স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন, ওমানের খাওয়ার আলী, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্ব থেকে সুপার টুয়েলভের ম্যাচে নিয়মিত ব্যাট ও বল হাতে নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব। ওয়ানডে ফরম্যাটেও র‍্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন সাকিব, এবং সেখানেও তার ঠিক পেছনেই আছেন মোহাম্মদ নবী। তবে সেখানে পয়েন্টের ব্যবধানে সাকিব আছেন অনেক এগিয়ে। এছাড়া টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিব আছেন চার নম্বরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply