প্রথম ৪ বলেই নেই স্কটল্যান্ডের ৩ উইকেট!

|

রুবেন ট্রাম্পেলম্যানের এক ওভারেই ব্যাকফুটে স্কটল্যান্ড। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে উঠেই স্কটল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছে নামিবিয়া। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত যে যৌক্তিক ছিল তা সর্বোচ্চ দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন রুবেন ট্রাম্পেলম্যান। ইনিংসের প্রথম ৪ বলের মধ্যেই সাজঘরে পাঠিয়েছেন স্কটিশ তিন টপ অর্ডার ব্যাটারকে।

পেসার রোবেন ট্রাম্পেলম্যানের করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন ওপেনার জর্জ মান্সি। এক বল বিরতি দিয়ে তৃতীয় বলে আউট হন ক্যালাম ম্যাকলয়েড। আর চতুর্থ বলে এলবিডব্লিউ হন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বিরিংটন। হ্যাটট্রিক বলটি অবশ্য ঠেকিয়ে দিয়েছেন হার্ড হিটার ক্রেইগ ওয়ালেস।

প্রতিবেদনটি লেখার সময় স্কটল্যান্ডের সংগ্রহ ছিল ৪ ওভারে ৩ উইকেটে মাত্র ৮ রান। বাঁহাতি পেসার রুবেন ট্রাম্পেলম্যানের বোলিং ফিগারটাও হয়েছে দেখার মতো। ২-০-৩-৩!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply