এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে রাজপথের দখল নিতে হবে: ড. কামাল হোসেন

|

ড. কামাল হোসেন। ফাইল ছবি।

বর্তমান সরকার গণবিরোধী। তাই এই সরকারকে হটাতে জনগণকে রাজপথ দখলে নিতে হবে। জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সরকার পরিবর্তনে বিভাগ, জেলা ও ওয়ার্ডে মানুষকে সাথে নিয়ে রাস্তায় নামতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই মুহূর্তে জাতীয় সরকারের দরকার। আওয়ামী লীগের অধীনে কিছুই হবে না বলে দাবি করেন তিনি। বলেন, রাস্তায় নামলে পরিবর্তন অবশ্যই হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply