১০ কোটি ডলারের কোকেন জব্দ করলো কলম্বিয়া

|

ছবি: সংগৃহীত

১০ কোটি ডলারের কোকেন চালান আটক করলো কলম্বিয়া। শনিবার কার্তেজেনা দে ইন্দিয়াস শহর থেকে এ মাদক উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, দুই টনের বেশি কোকেন জব্দ করা হয়েছে। ইকুয়েডর থেকে নেদারল্যান্ডের উদ্দেশে যাচ্ছিল চালানটি। সমুদ্রসীমায় জাহাজটি নজরে আসে কলম্বিয়া পুলিশের। তল্লাশি চালিয়ে কন্টেইনার থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। পুলিশের ধারণা- নেদারল্যান্ডস থেকে এগুলো তুরস্ক, স্পেন, ইতালি ও আলবেনিয়ায় পাচার হতো।

মাদকের স্বর্গরাজ্য খ্যাত কলম্বিয়ায় প্রায়ই উদ্ধার হয় মাদক। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চলতি বছরেই দেশটিতে উদ্ধার হয়েছে ৩০২ টন কোকেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply