ভারত-আফগান ম্যাচ পাতানো ছিল? যা বললেন সাবেক পাক ক্রিকেটাররা

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচকে ঘিরে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ফিক্সড বা পাতানো খেলার অভিযোগ ট্রেন্ড করার পর এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ধরাশায়ী হওয়া সেই ভারতের ছিটেফোঁটার দেখাও মিললো না বুধবারের ম্যাচে। এমন একপেশে জয় নিয়ে যখন ভারতীয় সমর্থকরা উল্লাসে মাতোয়ারা তখন পাকিস্তান থেকে ভেসে এলো আপত্তিকর বক্তব্য। পাকিস্তানি ভক্ত-সমর্থকরা এ ম্যাচ পাতানোর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম করে তুলেছে। আফগান অধিনায়ক মোহাম্মদ নবী ভারতকে জেতানোর জন্য বোলিং নিয়েছে, এমন গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে যায়। ‘ফিক্সড’ হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে এখন পাক সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু নিজ দেশের সমর্থকদের সমর্থন না করে উল্টো এক হাত নিয়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। ভারত বনাম আফগানিস্তান ম্যাচ পাতানো ছিল বলতে নারাজ পাকিস্তানের আরও দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসও।

শোয়েব আখতার এক টুইটে লিখেছেন, ‘এই ম্যাচটাকে (ভারত-আফগানিস্তান) পাতানো, পূর্বনির্ধারিত এসব বলে খেলার মজাটা নষ্ট করবেন না। আফগানিস্তান ও ভারত দুটো দলের কেউ এবার চমক দেখাতে পারে।’

এ স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছেন, ‘ভারত-আফগান ম্যাচ নিয়ে এসব ষড়যন্ত্র তত্ত্ব বানিয়ে কী লাভ? ভারত খুব শক্তিশালী একটা দল। শুধু টুর্নামেন্টের প্রথম দুটো ম্যাচ ভারত বাজে খেলেছে। তারা ফিরে এসেছে।’

সাবেক সতীর্থদের সুরে সুর মিলিয়ে ওয়াকার ইউনুস বলেছেন, ‘এসব ব্যাপারে কিছু বলার নেই৷ আমজনতার এটা নিয়ে এতো ভাবা উচিত না।’

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply