অভিযোগ সন্তোষজনক না হলে ডিজিটাল আইনে মামলা নয়: আইনমন্ত্রী

|

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

ডিজিটাল আইনে মামলা প্রথমে আইসিটি সেলে যাচাই করবে। অভিযোগ সন্তোষজনক হলেই মামলা গ্রহণ করা হবে। আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন। এছাড়া মামলা হলেই যেন সাংবাদিকদের গ্রেফতার করা না হয়, এ ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আইনমন্ত্রী জানান, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়াও ইতিবাচক।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মেঘদল ব্যান্ডের বিরুদ্ধে এক আইনজীবীর মামলার বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি মনে করেন, কেউ কেউ ডিজিটাল সিকিউরিটি আইনকে বিতর্কিত করার চেষ্টা করছে। আইনটির অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার ব্যবস্থা করছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply