প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশে খেলবেন চাঁদ

|

ছবি: সংগৃহীত

প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশে খেলবেন উন্মুক্ত চাঁদ। তবে ভারতের যুব দলের সাবেক এই অধিনায়ক ইংল্যান্ডের পাসপোর্ট নিয়ে খেলবেন অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে।

ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে গত আগস্টে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন উন্মুক্ত চাঁদ। এবার মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলবেন ২৮ বছর বয়সী এ ব্যাটসম্যান।

ভারতীয় ক্রিকেট বোর্ড কখনোই কোনো পুরুষ ক্রিকেটারকে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয় না। তাই বিদেশি টুর্নামেন্টে কখনো খেলতে দেখা যায় না ভারতীয় খেলোয়াড়দের।

২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপাজয়ী দলের অধিনায়ক ছিলেন চাঁদ। একসময় তাকে তুলনা করা হতো ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক ভিরাট কোহলির সাথে। তবে রঞ্জি ট্রফি, আইপিএলে খেললেও ভারতের জাতীয় দলের জার্সি কখনো চাপানো হয়নি চাঁদের গায়ে।

ছোটবেলা থেকেই ভারতীয় জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে বড় হয়েছেন চাঁদ। তবে জাতীয় দলে খেলার সেই স্বপ্ন তার পূরণ হয়নি। তাই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেশ ছেড়ে আমেরিকা পাড়ি দিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply