লন্ডনে শিক্ষার্থীদের তাড়া খেয়ে বেরিয়ে গেলেন ইসরায়েলের রাষ্ট্রদূত

|

ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হটোভলি। সংগৃহীত ছবি

লন্ডনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তাড়া খেয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হটোভলি।

লন্ডন স্কুল অব ইকোনোমিকসের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গেলে গত মঙ্গলবার (৯ নভেম্বর) সেখানকার শিক্ষার্থীরা তাকে মানবতাবিরোধী অপরাধী আখ্যায়িত করে তাড়া করলে দ্রুত পুলিশ পাহারায় অনুষ্ঠান থেকে পালাতে বাধ্য হন তিনি। খবর বিবিসির।

শিক্ষার্থীরা বলেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি এ ধরনের সংহতি ইসরায়েলকে এই বার্তা দেবে যে তাদের অপরাধের বিচার একদিন হবেই। ছাত্ররা বিশ্বের সব আন্তর্জাতিক সংস্থা থেকে ইসরায়েলি প্রতিনিধিদের বহিষ্কারের আহ্বান জানান। লন্ডন স্কুল অব ইকোনোমিকসের শিক্ষার্থীরা তখন নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করেন।

ইসরায়েলি রাষ্ট্রদূতকে বর্ণবাদী ও মানবতাবিরোধী অপরাধী আখ্যা দেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। তারা ওই রাষ্ট্রদূতের উদ্দেশে বলেন, ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। আপনার কি এতে লজ্জা করে না?

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সেখানে টিকতে পারেননি ইসরায়েলি রাষ্ট্রদূত। তিনি নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সেখান থেকে দ্রুত চলে যান। বিশ্ববিদ্যালয় থেকে তার পালানোর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, ভীত-সন্ত্রস্ত ইসরায়েলি রাষ্ট্রদূত দ্রুতগতিতে গাড়িতে উঠছেন। তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply