বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখার লক্ষ্য এখন লাইফ সাপোর্টে: জাতিসংঘ মহাসচিব

|

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংগৃহীত ছবি

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য এখন ‘লাইফ সাপোর্টে’। গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় এ মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বার্তা সংস্থা এপিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ু সম্মেলনের শেষ দিনেও বিশ্বনেতারা কোনো উদ্যোগের কথাই জানাতে পারেনি। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে প্রয়োজনীয় অঙ্গীকার করেনি বেশির ভাগ ধনী দেশগুলো।

গুতেরেস আরও জানান, এবারের জলবায়ু সম্মেলনে যেসব ঘোষণা এসেছে তা বিশ্বকে রক্ষায় যথেষ্ট নয়। জীব বৈচিত্র্য রক্ষায় করণীয় সম্পর্কে সবকিছু জানা থাকলেও উদ্যোগী না হওয়ায় নিন্দা জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply