নেত্রকোণায় বিলের আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৯

|

ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়ায় একটি বিলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৪ নভেম্বর) সকালে ঘটা এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১৯ জন।

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিতলিয়া গ্রামে ‘মৌজা চিতলিয়া সমাজ কল্যাণ সমিতি’র দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সমিতির নামে ইজারা নেয়া ভাগাতিয়া বিলের ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল বহুদিন থেকে।

আজ রোববার সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ সংঘর্ষ বাঁধে। এতে আহত হন ওই গ্রামের সোহেল গ্রুপের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৫০), রঙ্গু মিয়ার ছেলে হাসান মিয়া (৪০), মিয়া বক্সের ছেলে বাবুল মিয়া (৩৫), হামিদ গ্রুপের হামিদ মিয়া (৬৫), তার ছেলে হৃদয় মিয়া (২৫), আ. ছাত্তারের ছেলে সন্ধান মিয়াসহ (৩০) উভয় পক্ষের অন্তত ১৯ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যক্তি জানান, ‘সমিতিটির কয়েক কোটি টাকাসহ অনেক জমিজমা রয়েছে। এটির নামে প্রায় ৭৩ লাখ টাকা দিয়ে একটি জলমহাল ইজারা নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে একটি পক্ষ। এ নিয়ে গত ত্রিশ বছরে তিনটি খুনের ঘটনাও ঘটেছে। বর্তমানেও পরিস্থিতি খুব অশান্ত। যেকোনো সময় বড় ধরণের ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহ নেওয়াজ বলেন, স্থানীয় একটি সমবায় সমিতির আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দু’পক্ষের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply