রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

|

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম হামিদ হোসাইন (৩৫)।

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এই আসামিকে গ্রেফতার করে। হামিদ আদালতে নিজ দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেছে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি করে। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে সে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে উখিয়া থানা পুলিশকে মৃতদেহটি হস্তান্তর করে।

রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম এই মুহিবুল্লাহ। বিংশ শতকের গোড়ার দিকে মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার আদায়ে ১৫ জন সদস্য নিয়ে গড়ে তুলেছেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ বা এআরএসপিএইচ। স্থানীয় বাংলাদেশি মানবাধিকারকর্মীদের সঙ্গেও গড়েন যোগাযোগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply