কক্সবাজারে স্বর্ণ ও লক্ষাধিক অর্থসহ কথিত হুন্ডি সম্রাট আটক

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওয়ে স্বর্ণ, নগদ ১৬ লাখ টাকা ও ৩৬টি চেক বইসহ রেজাউল করিম পলাশ (৪০) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

রোববার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঈদগাঁও বাজার এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-১৫ এর সদস্যরা। রেজাউল করিম ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁসিয়াখালী গ্রামের নুরুল আলমের ছেলে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহাকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী সোমবার (১৫ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে ঈদগাঁও এর শীর্ষ চোরা-কারবারি ও কথিত হুন্ডি সম্রাট রেজাউল করিম পলাশকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ (যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা), হুন্ডির নগদ ১৬ লাখ ৩৫ হাজার টাকা ও ৩৬টি চেক বইসহ বিপুল পরিমাণ এটিএম ও ভিসা কার্ড এবং সেই সাথে ১০টি মোবাইল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ একযুগ ধরে স্বর্ণ চোরা-কারবারি ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটক রেজাউল করিম পলাশ। তাকে ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply