কৃষকদের পক্ষে রায় দেয়ায় মোদির ওপর ক্ষুব্ধ কঙ্গনা

|

ছবি: সংগৃহীত।

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ঘোষণা দিয়েছেন, তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ইনস্টগ্রামে কঙ্গনা লেখেন, মোদির সিদ্ধান্ত দুঃখজনক ও লজ্জার। তবে এখন থেকে রাস্তায় নামা মানুষই দেশের আইন ঠিক করবে, নির্বাচিত সরকার নয়? যদি তাই হয়, তবে ভারতও জিহাদী দেশ হয়ে গেল।

কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ চলছে ভারতজুড়ে। চাপের মুখে শুক্রবার (১৯ নভেম্বর) এই আইন বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদি। একইসাথে সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

এই কৃষি আইনের পক্ষে ছিলেন তারকা অভিনেত্রী কঙ্গনা। মোদির  সিদ্ধান্তে  প্রকাশ্যে আপত্তি জানিয়ে কঙ্গনা লেখেন দেশের মানুষের যদি বোধ না থাকে তবে তাদের লাঠি দিয়েই শাসন করতে হবে। এ দেশে সেটাই একমাত্র সমাধান এবং একনায়কতন্ত্রই সেরা বিকল্প। যারা আন্দোলনের মাধ্যমে এর সমাধান চাচ্ছিলেন তাদের ধন্যবাদও দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply