অনুশীলনে সব ঠিক হলেও মাঠে তা হচ্ছে না: মাহমুদউল্লাহ

|

মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি।

অনুশীলনের কঠোর পরিশ্রমের ফসল মাঠে নিয়ে আসতে না পারাকেই পরাজয়ের কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।

মাহমুদউল্লাহ বলেছেন, অনুশীলনে দলের খেলোয়াড়রা অনেক পরিশ্রম করে। ক্যাচিংও ভালো হয় সেখানে। কিন্তু এ সকল বিষয়ই মাঠে টেনে আনতে পারছি না আমরা। শেষ ৫-৬ মাসে আমাদের বোলিং ইউনিট দুর্দান্ত পারফর্ম করেছে। পেস ও স্পিন দুই বিভাগের উন্নতিই উল্লেখযোগ্য।

বাংলাদেশের পরাজয়ের পেছনে দুর্বল ব্যাটিংকেই দায়ী করছেন মাহমুদউল্লাহ। বোলিং ইউনিটের ভালো পারফর্মের পর এখন যে কাজটা ব্যাটারদেরই করতে হবে তা জানিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, এখন ভালো পারফর্ম করাটা ব্যাটারদের দায়িত্ব। আমি মনে করি, ১৫ ওভার পর্যন্ত আমাদের দলের কোনো সেট ব্যাটারের ক্রিজে থাকা উচিত ছিল। কিন্তু সেটা আমরা পারিনি। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতার কারণেই ভুগতে হচ্ছে বাংলাদেশকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply