সীমান্তবর্তী অস্বচ্ছল পরিবারের পাশে বিজিবি

|

খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড়ের অস্বচ্ছল পরিবারের মাঝে মানবিক সহযোগিতা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ নভেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি’র উদ্যোগে জোন সদরে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় এর
আয়োজন করা হয়।

সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার। এ সময় তিনি বলেন, স্থানীয় জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার মান্নোয়নে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ ও হতদরিদ্রদের জন্য নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি এমন মানবিক কাজ অব্যাহত
থাকবে বলেও জানান তিনি।

সীমান্তে বসবাসরত অস্বচ্ছল পরিবারদের বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে বিজিবি’র পক্ষ থেকে। পরে ৬৫টি পাহাড়ি-বাঙ্গালি পরিবারের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply