ই-কমার্স: ৮ দফা সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয়

|

ছবি: সংগৃহীত

ই-কমার্সের প্রতারিত গ্রাহকদের জন্য ৮ দফা সুপারিশ প্রনয়ণের তথ্য হাইকোর্টকে জানিয়েছ বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এ সংক্রান্ত সুরক্ষা কমিটি এসব সুপারিশ প্রস্তুত করবে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ই-ভ্যালির বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন হাজার নয় শ’ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীম আরার ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৬৭টি হিসাবের দলিল বিশ্লেষণ করা হয়েছে।

সেখানে ইভ্যালির নামে ৩৬টি অ্যাকাউন্টে বড় অংকের লেনদেন হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে মোহাম্মদ রাসেল ও শামীম আরা ৫৬ কোটি টাকা ঋণও গ্রহণ করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply