চীন ও উত্তর কোরিয়াকে টেক্কা দিতে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান

|

ছবি: সংগৃহীত

দেশের নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা খাতে সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। প্রতিবেশী চীন ও উত্তর কোরিয়া ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধি করায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে জাপান।

শনিবার (২৭ নভেম্বর) সেনাবাহিনীর এক প্যারেডে অংশ নিয়ে প্রতিরক্ষা খাতে সক্ষমতা বাড়ানোর এ ঘোষণা দেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

দেশটি এ লক্ষ্যে এরইমধ্যে নৌ ও বিমান বাহিনীতে বাড়িয়েছে বার্ষিক সামরিক ব্যয়। এই খাতে আরও প্রায় ৭ বিলিয়ন ডলার যোগ করার ঘোষণা দিয়েছে কিশিদা সরকার। জাপানের বার্ষিক সামরিক ব্যয়ে যা নতুন রেকর্ড। এছাড়া দক্ষিণ চীন সাগরের কাছাকাছি অবস্থিত দ্বীপগুলোতে শক্তিশালী করবে ক্ষেপণাস্ত্রের সক্ষমতাও। ক্যাম্প আসাকা ঘাটির প্যারেডে প্রধানমন্ত্রীকেও সামরিক পোশাক পরে ট্যাংক চালাতে দেখা যায়।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থলসীমা, জলসীমা ও আকাশসীমা দৃঢ়ভাবে রক্ষা করা আমাদের কর্তব্য। দেশের নিরাপত্তা পরিস্থিতির নজিরবিহীন পরিবর্তনের কারণে প্রতিরক্ষা বিষয়ক নীতিমালা সংশোধনের নির্দেশ দিয়েছি। সুরক্ষার জন্য প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply