প্রজ্ঞাপন জারি করে অর্ধেক ভাড়া নিশ্চিতসহ ৯ দফা দাবি শিক্ষার্থীদের

|

ছবি: সংগৃহীত

নিরাপদ সড়ক ও সারাদেশে প্রজ্ঞাপন দিয়ে গণপরিবহনে হাফ পাস নিশ্চিতসহ ৯ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এসব দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা। প্রায় এক ঘণ্টা চলে তাদের কর্মসূচি। এ সময় নীলক্ষেতসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বারবার আশ্বাস দেয়া হলেও এখনও দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। সড়কে দুর্ঘটনাসহ নানা অনিয়মের ঘটনায় বিচার না হওয়ায় সংকট থেকেই যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার ও প্রশাসনকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি না হলে বিআরটিএ অফিস ঘেরাওয়ের আল্টিমেটামও দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা স্মারকলিপি দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply