প্রতীকী ছবি।
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ গণি মান্না হবিগঞ্জ জেলার সদর থানার অনন্তপুর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে মান্নার সাথে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে। সেটির ভিডিও ধারণ করে ফেক ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় মান্না।
পরে ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার (৩০ নভেম্বর) শ্রীমঙ্গল থানা পুলিশ সিলেট জেলার টুকেরপাড়া এলাকা থেকে অভিযুক্ত মাসুদ গণি মান্নাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ভোলায় ধান কাটা নিয়ে বিবাদের জেরে কৃষককে পিটিয়ে হত্যা
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a reply