কায়রো চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'নো ল্যান্ডস ম্যান' এর কলাকুশলীরা।
‘নো ল্যান্ডস ম্যান’- পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ১ম ইংরেজি ভাষার সিনেমা। এবার কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৩তম আসরে স্থান করে নিয়েছে সিনেমাটি। কায়রো থেকে নির্মাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সেখানে সশরীরে অংশগ্রহণের অনুভূতি।
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরোনো বৈশ্বিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে এবার জায়গা করে নিয়েছে ৭৮টি দেশের মোট ৯৮টি সিনেমা। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। অন্যান্য বিভাগের পাশাপাশি এ বছর আরও ১৬টি সিনেমার বিশেষ প্রদর্শনী করছে চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। তারমধ্যে অন্যতম বাংলাদেশের সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।

৩য় বিশ্বের একজন মানুষের অস্তিত্বের সঙ্কট নিয়েই সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দীকি, এ খবর এখন আর অজানা নয় কারো। এছাড়াও বাংলাদেশ থেকে আছেন তাহসান আহমেদ খান, অস্ট্রেলিয়ার মেগান মিচেল, ভারতের ঈশা চোপড়া, বিক্রম কোচার প্রমুখ।
এ সিনেমার সঙ্গীত পরিচালনার পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে আছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। এছাড়াও সিনেমাটির উল্লেখযোগ্য অংশের সিনেমাটোগ্রাফি করেছেন শেখ রাজিবুল ইসলাম।

কায়রো চলচ্চিত্র উৎসবে ‘নো ল্যান্ডস ম্যান’ এর অংশগ্রহণ নিয়ে সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন সিনেমাটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ফারুকী ছাড়াও এখনো কায়রোতে অবস্থান করছেন সিনেমাটির সঙ্গীত পরিচালক এআর রহমান ও অভিনেত্রী মেগান মিচেল।
‘নো ল্যান্ডস ম্যান’ এর চিত্রনাট্য একাধিক চলচিত্র উৎসবে জিতে নিয়েছে পুরস্কার। বুসান চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রোজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত এ সিনেমা জিতে নিয়েছে সেরা সিনেমার অ্যাওয়ার্ড। এছাড়াও ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ অ্যামেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ডও লাভ করেছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।

/এসএইচ
Leave a reply