ছবি: সংগৃহীত
লা লিগার ম্যাচে রাতে মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় অ্যাথলেটিক বিলবাওকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসরা।
বিলবাওয়ের সাথে সবশেষ ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৩৬ ম্যাচে, যেখানে রিয়ালের ১১৭ জয়ের বিপরীতে বিলবাও জিতেছে ৭৫ ম্যাচ।
এই ম্যাচের আগে নতুন কোন চোট সমস্যা নেই রিয়াল শিবিরে। তবে পুরনো চোটে এখনও মাঠের বাইরে ড্যানি সেবায়োস, গ্যারেথ বেল, এডেন হ্যাজার্ড ও রদ্রিগো। এই ম্যাচেও আক্রমণে কোচ কার্লো অ্যানচেলোত্তির রিয়ালের মূল ভরসা করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র।
Leave a reply