আমিন বাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা: ১৩ জনের মৃত্যুদণ্ড

|

ছবি: সংগৃহীত

সাভারের আমিন বাজারে ৬ ছাত্রকে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় খালাস দেয়া হয়েছে ২৫ জনকে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।

এই মামলার ৬০ আসামির মধ্যে ৪৭ জন আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড পাওয়া ১৩ জনকে অন্য ধারায় ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ১৯ জনের যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে, আসামিদের মধ্যে মারা গেছে তিনজন আর পলাতক আছেন ৬ জন।

২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিন বাজারের বড়দেশি গ্রামের কেবলার চরে বেড়াতে যায় ৭ বন্ধু। ওই সময় ডাকাত সাজিয়ে তাদের ৬ জনকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। ওই ঘটনায় তাদের মধ্যে থাকা আল আমিন অল্পের জন্য বেঁচে যায়। এই ঘটনায় গ্রামবাসীকে আসামি করে হত্যা মামলা দায়ের করে পুলিশ। ২০১৩ সালের ৭ জানুয়ারি র‌্যাব ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে চার্জশিট দাখিল করে। একই বছরে ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

আরও পড়ুন: ‘মালয়েশিয়া থেকে আসা বিমানটিতে কোনো বোমা বা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি’

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply