‘শান্তি চুক্তিকারী সরকার ক্ষমতায় তবু বাস্তবায়ন হয়নি’

|

ছবি: সংগৃহীত

পার্বত্য শান্তি চুক্তিকারী সরকার ক্ষমতায় থাকলেও শান্তি চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে না। এমন অভিযোগ করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

আজ (২ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে পার্বত্য চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন, পার্বত্য অঞ্চল এখন কারাগারে পরিণত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উপর অত্যাচার নিপীড়ন অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, যে জনসংহতি সমিতি শান্তি চুক্তি করেছিল তাদেরই এখন সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচয় করানোর চেষ্টা চলছে।

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন, জুম্ম জনগণ কোণঠাসা হয়ে পড়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকার যে জুম্ম জনগণের স্বকীয়তা রক্ষায় যত্নবান নয়, তা নির্দ্বিধায় বলা যায়।

আরও পড়ুন: পার্বত্য শান্তিচুক্তির ৪৭টি শর্ত বাস্তবায়িত হয়েছে: উশৈসিং


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply