ওমিক্রন নিয়ে উদ্বেগে কর্মীদের অফিসে আনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছে গুগল

|

সংগৃহীত ছবি

ওমিক্রন নিয়ে উদ্বেগ ও বাধ্যতামূলক করোনা টিকা নিতে কিছু কর্মীর আপত্তির কারণে জানুয়ারি থেকে কর্মীদের অফিসে আনার পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিচ্ছে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গুগল। খবর দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের।

গত আগস্টে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছিলো, ২০২২ সালের ১০ জানুয়ারি থেকে কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ কমবে। তবে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি কর্মীদের জানিয়েছে, এই সময়সীমা অনির্দিষ্টকালের জন্য পেছানো হয়েছে।

ইউরোপে এ পর্যন্ত ৭৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। গুগল অবশ্য বলছে, তাদের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, স্থানীয় অবস্থা বিবেচনা করে কর্মীদের ফিরিয়ে আনার বিষয়টি ঠিক করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply