পেরুতে মাদক জব্দের রেকর্ড, পুড়িয়ে ধ্বংস

|

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ পেরুর বিভিন্ন প্রান্তে চলতি বছর অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ৮৩ টনের বেশি মাদক। এই জব্দ তালিকায় রয়েছে কোকেন, আফিম, ইয়াবা, গাঁজাও। স্থানীয় প্রশাসনের দাবি, লাতিন এ দেশটির ইতিহাসে এর আগে কখনো এতো পরিমাণ মাদক জব্দ করা হয়নি। বিপুল পরিমাণ এই মাদক পুড়িয়ে ধ্বংস করে ফেলা হচ্ছে।

প্রশাসনের দাবি, দেশটির ইতিহাসে রেকর্ড পরিমাণ মাদক জব্দ হয়েছে এ বছর। যা ধাপে ধাপে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাভিলিনো গুইলেন জানান, মোট চার ধাপে মাদকগুলো ধ্বংস করা হচ্ছে। এই বছরে ইতিহাসের রেকর্ড পরিমাণ মাদক জব্দ করেছি। এতো মাদক আগে কখনও উদ্ধার হয়নি। এখানে ১৩ টনেরও বেশি মাদক ধ্বংস করা হলো।

আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় আরও ৭ হাজার মানুষের মৃত্যু

দেশটির দুর্গম এলাকায় রয়েছে কোকেন তৈরির বহু কারখানা। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালালেও নির্মূল করা সম্ভব হয় না মাফিয়াদের দৌরাত্ম্য।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা-ইউএনওডিসির তথ্যমতে, পেরু ও কলম্বিয়া বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ। লাতিন অঞ্চলে প্রতিবছর মাদক বাণিজ্য হয় ৬৫ হাজার কোটি মার্কিন ডলারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply