যুক্তরাষ্ট্রের ৯ কর্মকর্তার ফোনে মিললো ইসরায়েলি স্পাইওয়্যার

|

ছবি: সংগৃহীত

এবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তার ফোনে ইসরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে গুপ্তচরবৃত্তি চালানোর খবর পাওয়া গেছে।

আল জাজিরা জানায়, ওই কর্মকর্তাদের আইফোন হ্যাকিংয়ের শিকার হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে ইসরায়েলভিত্তিক টেক প্রতিষ্ঠান, এনএসও গ্রুপের তৈরি অত্যাধুনিক স্পাইওয়্যার ব্যবহার করে এই সাইবার গুপ্তচরবৃত্তি করা হয়েছে।

গুপ্তচরবৃত্তি চালানোর জন্য আলোচিত এনএসও গ্রুপের স্প্যাইওয়্যারের মাধ্যমে চালানো হয় এই সাইবার হামলা। তবে এই কাজে পেগাসাস অ্যাপ ব্যবহৃত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গুপ্তচরবৃত্তির শিকার মার্কিন কর্মকর্তারা উগান্ডায় কর্মরত ছিলেন। এর আগে, আইফোনে নজরদারি চালানোর অভিযোগে এনএসও’র বিরুদ্ধে মামলা করে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply