চ্যাম্পিয়ন্স লিগে আজ নক আউট পর্ব নিশ্চিতের লড়াই

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের টিকেট নিশ্চিতে আজ কঠিন লড়াই হবে গ্রুপ বি’তে। অনেক যদি কিন্তুর সমীকরণ নিয়ে এসি মিলান লড়বে লিভারপুলের বিপক্ষে। আর পোর্তোর আতিথ্য নেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে, গ্রুপ ডি’তে সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান। এছাড়া আলাদা ম্যাচে মাঠে নামবে পিএসজি ও ম্যানচেস্টার সিটি।

আসরের দ্বিতীয় পর্ব এরইমধ্যে নিশ্চিত করেছে ১১ দল। এখন অপেক্ষা বাকি ৫ দলের। ত্রিমুখী সমীকরণের রোমাঞ্চ অপেক্ষা করছে গ্রুপ বি’তে। একটি টিকিটের জন্য লড়ছে তিন দল। টানা পাঁচ জয়ে এরইমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। ফলে দ্বিতীয় হওয়ার লড়াইটা গ্রুপের অপর তিন দল এসি মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ ও পোর্তোর মধ্যে। এই সমীকরণে কিছুটা এগিয়ে পর্তুগীজ ক্লাব পোর্তো। ৫ পয়েন্ট নিয়ে তারা আছে গ্রুপের দুই নম্বরে। শেষ ম্যাচে আজ তারা ঘরের মাঠে আতিথ্য দেবে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে। এই ম্যাচে জয় পেলে লিভারপুলের সাথে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে পা রাখবে পোর্তো। বিপরীতে, সবচেয়ে কঠিন সমীকরণ অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে। পোর্তোর বিপক্ষে শুধু জিতলেই হবে না; অপেক্ষায় থাকতে হবে এসি মিলানের পয়েন্ট হারানোর দিকে।

বাঁচা-মরার লড়াইয়ে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও পোর্তো। ছবি: সংগৃহীত

এদিকে সান সিরোতে লিভারপুলের বিপক্ষে নিজেদের ভাগ্য যাচাই করবে ইতালিয়ান ক্লাব এসি মিলান। গ্রুপের বাধা পেরুতে আজ জিততেই হবে মিলানকে। সেই সাথে তাকিয়ে থাকতে হবে পোর্তোর পয়েন্ট হারানোর দিকে। সে হিসেবে অনেকটা যেন নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এরইমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে অল রেডরা।

ডি’ গ্রুপে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। দু’দলই ইতোমধ্যে নিশ্চিত করেছে শেষ ষোলো। তবে লড়াইটা শুধুই নিয়ম রক্ষার নয়, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেই সাথে দুই জায়ান্টের লড়াইটা মর্যাদারও বটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply