পাবনা প্রতিনিধি:
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পাবনায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) আটঘরিয়া বাজারে পৌরসভা নির্বাচনের মিছিলে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন হাসিুনর রহমান (৩৩) ও আফসার আলী (৩৮)। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আটঘরিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ‘জগ মার্কায়’ ভোট প্রার্থনা ও গণসংযোগ করছিলেন। এসময় নৌকার মেয়র প্রার্থীর সমর্থক যুবলীগ নেতা গোলাম মওলা পান্নু ও শ্রমিক লীগ নেতা কামরুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন লাঠিসোঠা, ধারালো অস্ত্র, জি আই পাইপ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর অতর্কিত হামলা করেন। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হাসিনুর রহমান, আফসার আলী, আমজাদ হোসেন, সবুজ শেখ, মতিউর রহমান, হৃদয় আহত হন।
আরও পড়ুন- রাজবাড়ীতে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর ছেলের ওপর হামলা
এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলায় প্রস্ততি চলছে বলে জানা গেছে। আগামী ২৬ ডিসেম্বর আটঘরিয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে।
Leave a reply