তাইওয়ান ইস্যুতে নাক গলালে চরম মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে: চীন

|

যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। সংগৃহীত ছবি

তাইওয়ান নিয়ে চীনের পদক্ষেপের বিষয়ে নাক গলালে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চীন-যুক্তরাষ্ট্রের ভেতরকার চলমান উত্তপ্ত বাক্যবিনিময়ের সময়েই চীনের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তাইওয়ানের বিষয়ে হস্তক্ষেপ করলে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে হতে পারে যুক্তরাষ্ট্রকে।

ওয়াং ই আরও বলেন, স্বাধীনতাকামী বাহিনীকে উসকানি দিয়ে তাইওয়ানকে ভয়ঙ্কর ঝুঁকির মুখে ফেলছে যুক্তরাষ্ট্র। আর এই কাজ করার জন্য চড়া মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। চীনের ভূখণ্ডের সাথে একীভূত হওয়া ছাড়া তাইওয়ানের জন্য আর কোনো পথ খোলা নেই।

তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। দেশটির পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে, প্রয়োজন হলে এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে তারা। আর নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে তাইওয়ান। এই স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার রক্ষায় যেকোনো কিছু করতে প্রস্তুত তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply