‘বিএনপির সমাবেশে মানুষের স্রোত বলে, সরকার আন্দোলনে ভেসে যাবে’

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশব্যাপী বিএনপির সমাবেশে মানুষের স্রোত বলে দেয়, এই সরকার আন্দোলনে ভেসে যাবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে প্রতিবাদী মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, খালেদা জিয়াকে মাইনাস করতে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না সরকার। তাকে হত্যায় চলছে নানা ষড়যন্ত্র। বিএনপি চেয়ারপারসনের কিছু হলে জড়িতদের বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার অবস্থা এখন কিছুটা ভালো; তবে যে কোনো সময় তার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিচারপতি খাইরুল হকের বিচার করা হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

আরও পড়ুন: কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply