ছেলের পিঠে চড়ে ভোট দিলেন দোমাসু রায়

|

ছেলের পিঠে দোমাসু রায়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তিনি।

নীলফামারী প্রতিনিধি:

ছেলের পিঠে চড়ে কেন্দ্রে এসে ভোট দিলেন সত্তর বছর বয়সী দোমাসু রায়। তিনি বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছেন নীলফামারীর ডোমারের বোড়াগাড়ী গ্রামের এই বাসিন্দা।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে তিনি ছেলের পিঠে চড়ে এসে ভোট দেন।

এ সময় এত কষ্ট করে ভোট দিতে আসার ব্যাপারে জানতে চাইলে দোমাসু রায় বলেন, বয়স হয়েছে অনেক। শারীরিকভাবেও অসুস্থ আমি। হাঁটতে পারি না। আর বেঁচে থাকি কি না, তাই ছেলের পিঠে চড়ে ভোট দিলাম। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

ছেলে শৈত্যেন রায় (৩৫) বলেন, নিজে ভোট দিয়েছি। বাবাকে পিঠে করে ভোট কেন্দ্র এনেছি। বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আজ ভোট দিতে এসে বাবার মনটা অনেক ভালো হয়েছে।

আরও পড়ুন- পাংশার পাট্টায় উন্মুক্ত স্থা‌নে ভোট


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply