ভোলায় নির্বাচন পরবর্তী সহিংসতা, আহত -৩০

|

সংঘর্ষে আহতরা চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।

ভোলা প্রতিনিধি:

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাপ্তা ইউনিয়নের হাজির হাট বাজারে ২ নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ফারুকের সাথে নির্বাচিত মেম্বার মাকসুদের বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই তা সংঘর্ষে রূপ নিয়ে ভয়াবহ আকার ধারণ কর। চলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। এ সময়ে নির্বাচিত মেম্বার মাকসুদুর রহমান নিরব সহ উভয় গ্রুপের অত্যন্ত ১৫ জন আহত হয়।

অপরদিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিকদার বাড়ির সামনে দিয়ে বিজয়ী মেম্বার প্রার্থী লিটন শিকদারের কর্মী সমর্থকরা মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পরাজিত প্রার্থী শাহে আলম শিকদারের সমর্থকরা হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। একই সময়ে রাজাপুর ইউনিয়নেরও কয়েকটি ওয়ার্ডে নির্বাচিত ও পরাজিত মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয় আরও ৫ জন।

ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত । তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

বুধবার (৫ জানুয়ারি) ভোলার এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-ফেনীতে বিজয়ী প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা, আহত অন্তঃসত্ত্বা

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply