পাকিস্তানে তুষারপাত: জীবিত উদ্ধার ৩০০ জন

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের মারি এলাকায় ভারী তুষারপাতে নিহত ২২ জনের জানাজা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সোমবার (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছেন তিন শতাধিক মানুষ।

তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেবা। একইসময়, অঞ্চলটিতে আটকা অন্তত ৭০০ যানবাহন উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার খাতিরে রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি শহরের সাথে মারির সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

অভিযোগ উঠেছে, তুষারপাতের ব্যাপারে পূর্ব-সতর্কতা জারি করা হয়েছিলো। কিন্তু, সময়মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার, মারি শহরে ভয়াবহ তুষারঝড়ে প্রায় ৫০০ পরিবার আটকা পড়ে। বিপর্যয়ের দিনে মাত্র কয়েক ঘণ্টার তুষারঝড়ে চার থেকে পাঁচ ফুট বরফ জমে যায়। ভেঙ্গে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি। সেসবের নিচে আটকা পড়ে বহু গাড়ি।

প্রসঙ্গত, জনপ্রিয় পর্যটন কেন্দ্রটিতে শীত মৌসুমে ঘুরতে যান বহু ভ্রমণপ্রিয় মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply