দুই প্রান্ত থেকেই প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেছি: ল্যাথাম

|

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম বলেছেন, আমাদের কিছু জায়গায় উন্নতি করার ছিল এবং আমরা তা করতে পেরেছি। দুই প্রান্ত থেকেই প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করেছি আমরা।

ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ও ১১৭ রানের বিশাল জয় পেয়ে সিরিজে ড্র করার পর কিউই অধিনায়ক আরও বলেন, প্রথম টেস্টে হারের পর সবাই যেভাবে এগিয়ে এসে পারফর্ম করেছে তা সত্যিই দারুণ। ব্যাটিং-বোলিং দু’জায়গায়ই আমরা ভালো করার চেষ্টা করেছি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পেরেছি আমরা, গড়েছি বড় সংগ্রহ। ভিন্ন কন্ডিশনে নিজেদের ফিরে পাওয়াটা সম্ভব করেছি আমরা। কারণ, নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেয়াটা খুবই জরুরি ছিল।

ল্যাথাম আরও বলেন, প্রথম টেস্টে আমরা ভালো করতে পারিনি, আর তার সম্পূর্ণ কৃতিত্বই বাংলাদেশের। অধিনায়ক হিসেবে যেমনটা চেয়েছি, পেসাররা তেমনই করেছে। এই উইকেটে তাদের পারফরমেন্স ছিল সত্যিই দারুণ। রস টেলরের কথা বিশেষভাবে বলতে হয়। নিউজিল্যান্ড ক্রিকেটে ১৭ বছর ধরে সে ছিল দলের গুরুত্বপূর্ণ সদস্য। আজ তাকে বল করতে বলার সময় উত্তেজনায় যেন কাঁপছিলাম আমি! আর ঠিক সেই অবস্থাই হয়েছিল ক্যাচটি ধরার সময়।

আরও পড়ুন: লিটনের ব্যাটিং দেখে মনেই হয়নি উইকেট ছিল কঠিন: মুমিনুল


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply