সৌদি আরবে প্রকাশ্যে সাম্বা নাচ, সমালোচনার ঝড়

|

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে প্রকাশ্যে রাস্তায় সাম্বা নাচ নিয়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়লে তা নিমিষেই ভাইরাল হয়।

ডন’র প্রতিবেদনে বলা হয়, তর্ক-বিতর্ক আর সমালোচনার মুখে সেই নাচ নিয়ে রোববার (৯ জানুয়ারি) তদন্তও শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজানের প্রধান সড়কে কয়েকজন শিল্পী নাচছেন। সবাই বিদেশি। দলের মধ্যে নারীও আছেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী পোশাক পরে আছেন তারা।

ব্রাজিলের রিও ডি জেনিরোর বার্ষিক উৎসবে তাদের যেভাবে দেখা যায়, সেভাবে ওই নারীকে দেখা যায়নি। এ ঘটনার পর সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সাম্বা নৃত্যের ভিডিও প্রচার করা হয়েছে। তবে তা ব্লার করে দেখানো হয়েছে।

আরও পড়ুন: পরিবারের সম্মতিতে বিয়ে করছেন সমকামী ২ বাঙালি নারী!

এ প্রসঙ্গে জাজানের বাসিন্দা মোহাম্মদ আল-বাজাউই বলেন, জাজানের এই অনুষ্ঠান বিনোদনের জন্য। এটা সামাজিক নীতি-নৈতিকতা কিংবা ধর্মের বিরুদ্ধে আঘাত নয়। এদিকে এমন ভিডিও প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সাজাও দাবি করেছেন তারা। এ নৃত্যের পক্ষে অবস্থানও নিয়েছেন অনেকে। সৌদি আরবের এক টুইটার ব্যবহারকারী আহমাদ আল-সানেহ বলেন, ওই নারী যে পোশাকে নৃত্য পরিবেশন করেছেন, তা অশোভন নয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply