আগামী ১০০ বছর ভারতের সাথে সংঘাতে জড়াবে না পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

আগামী ১০০ বছর ভারতের সাথে কোনো শত্রুতা বা সংঘাতে জড়াতে চায় না পাকিস্তান- দেশটি নতুন জাতীয় নিরাপত্তা নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

মঙ্গলবার (১১ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রণীত নতুন জাতীয় নিরাপত্তা নীতি অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর সাহে তাৎক্ষণিক মিত্রতা এবং পারস্পারিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের সম্পর্ক তৈরি করতে চায় পাকিস্তান। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করবে তারা।

জানা গেছে, ১০০ পাতার নতুন নিরাপত্তা নীতিতে ভারতসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তি ও অর্থনৈতিক-কূটনৈতিক সম্পর্ক জোরদারে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। এ নীতির আওতায় কাশ্মির সমস্যার চূড়ান্ত নিষ্পত্তি ছাড়াই ভারতের সাথে পাকিস্তানের ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্কের  দ্বার উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের নতুন পররাষ্ট্রনীতি রচনা কমিটির সাথে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ভারতের সাথে আগামী ১০০ বছর আমরা কোনো ধরনের শত্রুতা বা সংঘাতে জড়াতে চাই না। নতুন এ নীতি অনুযায়ী সকল প্রতিবেশীর সাথেই শান্তি স্থাপনের ওপর জোর দেয়া হয়েছে। এটি কার্যকর হলে স্বাভাবিক হবে ভারতের সাথে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply