তামিলনাড়ুতে ষাঁড়ের লড়াই উৎসবে একজনের প্রাণহানি

|

ভারতের তামিলনাড়ুতে বিখ্যাত ষাঁড়ের লড়াই বা জাল্লিকাট্টু উৎসবে প্রাণ গেছে এক জনের। আহত কমপক্ষে ৮০ জন।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাজ্যটির মাদুরাই জেলায় হয় এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষিপ্ত ষাঁড়ের আঘাতে ঘটে ওই হতাহতের ঘটনা। প্রতি বছরের মতো ভারতের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে চলছে ঐতিহ্যবাহী খেলাটি। মূলত নবান্ন উৎসব পোঙ্গালকে কেন্দ্র করে হয় বেশ জনপ্রিয় এ আয়োজনটি।

উৎসবে যোগ দিতে তামিলনাড়ুতে ভিড় জমিয়েছে লাখো মানুষ। ২০১৪ সালে নিষ্ঠুরতা হিসেবে ব্যাখ্যা দিয়ে জাল্লিকাট্টু বন্ধের নির্দেশ দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত। তবে শত বছরের ঐতিহ্যবাহী খেলা হিসেবে এর বৈধতা দিয়ে আইন পাস করে তামিলনাড়ু সরকার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply