জাতীয় দলে সার্বক্ষণিক একজন টিম ডিরেক্টর থাকা উচিত: সুজন

|

জাতীয় দলে সব সময়ই একজন টিম ডিরেক্টর থাকা উচিত, তাহলে সমন্বয় করে কাজটা সহজে করা যায়।  এমনটাই মনে করেন নিউজিল্যান্ডে সেই দায়িত্ব পালন করে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন, জাতীয় দলে টিম ডিরেক্টর থাকলে জবাবদিহিতার একটা ব্যাপার থাকবে। কোচরা বেতনভুক্ত, কিন্তু ডিরেক্টররা জবাবদিহি করবে। খেলোয়াড়রা কি করছে তা ডিরেক্টর খুব কাছ থেকে দেখতে পারবে।

নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করে আজই বাংলাদেশ পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল। সিরিজে মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে কিউইদের হারায় মুমিনুল হক বাহিনী। যা বাংলাদেশের ইতিহাসে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়। যদিও ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে কিউইদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা।

আরও পড়ুন: সৌদি গিয়ে করোনা আক্রান্ত কার্ভাহাল

বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের সেরা অর্জন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জয়। সেই দলটিকে নিয়ে কাজ করেছিলেন সুজন। এরপর টিম ম্যানেজার হিসেবে দারুণ প্রশংসাও পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply