ট্রাম্পকে হত্যার ভিডিও প্রকাশ, টুইটার অ্যাকাউন্ট বাতিল

|

ছবি: সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েব সাইটে প্রকাশিত ভিডিওটি খামেনির একটি টুইটার অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়। এরপর মূহুর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। তবে এই ভিডিওটি টুইটারের নীতি বিরোধী হওয়ায় তা মুছে ফেলা হয়েছে। সাথে খামেনির অ্যাকাউন্টটিও বাতিল করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সমুদ্রে মাছ শিকারে গিয়ে পেলেন ৩০ কেজি স্বর্ণ, দাম ১১ কোটি টাকা

ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল সোলাইমানিকে ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়। এরপর থেকেই ইরান ট্রাম্পের বিচার চেয়ে আসছে। তাকে কিভাবে হত্যা করা হবে সেটি ধারণা দিয়ে অ্যানিমেটেড ভিডিও বানায় নিউক্লিয়ার শক্তিসমৃদ্ধ দেশটি।

জেনারেল সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়। ট্রাম্প প্রকাশ্যেই তা স্বীকার করেন।
এই ঘটনার বিচার না হলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply