করোনা সংক্রমণের ‘রেড জোনে’ ১২ জেলা

|

ছবি: সংগৃহীত

করোনার সংক্রমণের উচ্চ ঝুঁকি বা রেড জোনে আছে ঢাকাসহ দেশের ১২টি জেলা। বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে জানানো হয়েছে এ তথ্য।

উচ্চ ঝুঁকিতে থাকা ১২ টি জেলার মধ্যে আছে, পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি। এসব জেলায় শনাক্তের হার ১০ শতাংশের ওপরে।

প্রতিষ্ঠানটির তথ্যে দেখা যায়, রাজধানীতে করোনা সংক্রমণের হার ২৮ দশমিক ১১ শতাংশ এবং রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার ১০ দশমিক ৭১ শতাংশ।

এছাড়া চট্টগ্রাম জেলায় শনাক্তের হার ১৪.৪৮ শতাংশ, গাজীপুর করোনা সংক্রমণের হার ১০ দশমিক ৪৯, রাজশাহী ১৪.৭৪ শতাংশ, যশোর ১১ দশমিক ২১, কুষ্টিয়া ১১ দশমিক ৩৮ শতাংশ বগুড়া ১১ দশমিক ৮৪ শতাংশ, দিনাজপুর ১১ দশমিক ২৬ শতাংশ, লালমনরিহাট ১০ দশমিক ৭১, খাগড়াছড়ি ১০ দশমিক ১৯ শতাংশ, পঞ্চগড় ১০ দশমিক ৩৮ শতাংশ।

অন্যদিকে, হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে আছে দেশে ৩২টি জেলা। এসব জেলার শনাক্তের হার ৫-১০ শতাংশের মধ্যে। আর গ্রিন বা সবুজ জোনে রয়েছে ১৬ জেলা টি জেলা। এসব জেলায় সনাক্তের হার পাঁচ শতাংশের নিচে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, রাজধানীতে করোনা সংক্রমণের হার ২৮ দশমিক ১১ শতাংশ। রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার ১০ দশমিক ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত বছরের ১৩ আগস্টের পর থেকে সর্বোচ্চ শনাক্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply