সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ আহত ২

|

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে দু’জন বিদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি বংশদ্ভূত বলে জানা গেছে। তবে আহত ওই বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় রোববার (২৩ জানুয়ারি) ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে স্থানীয় কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ‘মেয়েদের আগেই বিক্রি করেছি, এবার নিজের কিডনিও করলাম’

এই হামলায় বাংলাদেশিসহ সুদানের আরেকজন নাগরিক আহত হয়েছেন। আহত বাংলাদেশি নাগরিক সম্পর্ক খোঁজ চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস।

প্রসঙ্গত, হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে বিতাড়িত করে। পরে সেই সরকারকে পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

এতে ইয়েমেনের লাখো মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ক্ষমতাধর প্রতিবেশীদের ধারাবাহিক হামলায় দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply