বাগেরহাটে সুলতানি আমলের নিদর্শন

|

ছবি: সংগৃহীত

সুলতানি আমলের আরও বেশ কিছু স্থাপত্যের সন্ধান মিলেছে বাগেরহাটে। হযরত খান জাহান আলী মসজিদের আশপাশে খনন করে সন্ধান মিলেছে মূল্যবান এসব পুরাকীর্তির। যা দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা।

প্রত্নতত্ত্ব অধিদফতর জানায়, প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী চলবে এ খনন কাজ।

খান জাহান আলী মসজিদকে কেন্দ্র করে ১০ একর জমিতে প্রায় ২২ বছর ধরে চলছে খননকাজ। এখানকার কয়েকটি ঢিবি ও ভিটা খুড়ে মিলেছে সুলতানি আমলের স্থাপত্য এবং ধংসাবশেষ।

বাগেরহাট শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্ন এলাকাটি। খননে নতুন করে দেখা মিলেছে চুনাখোলা এক গম্বুজ মসজিদ, জিন্দাপুর মাজার, ৬শ’ বছরের পুরানো ইটের পাকা সড়কসহ মূল্যবান পুরাকীর্তি। যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। শুষ্ক মৌসুমে দিনে আট ঘণ্টা চলে খনন। যেখানে কাজ করছেন প্রত্নতত্ত্ব অধিদফতরের ৭ কর্মকর্তা-কর্মচারীসহ অভিজ্ঞ শ্রমিকরা।

সুলতানি আমলের স্থাপত্য হাতেগোনা। পর্যটনের বিকাশে প্রত্নস্থাপত্য সংরক্ষণের ওপর জোর দিচ্ছে অধিদফতর। গেলো ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া খনন কাজ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply