শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা

|

ছবি: সংগৃহীত

আসন্ন অস্ট্রেলিয়া সফরে শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হিসাবে নিয়োগ পেতে যাচ্ছেন লাথিস মালিঙ্গা। খেলোয়াড়ি জীবনে শৃঙ্খলাবদ্ধতার জন্য বিখ্যাত ছিলেন না বলে, এই সিদ্ধান্ত নিয়ে চলছে সমালোচনা।

সে সব সমালোচনা থাকলেও অস্ট্রেলিয়া সফরে এই ইয়োর্কার মাস্টারকেই পেস বোলিং কোচ হিসাবে পাচ্ছে লঙ্কানরা। লাসিথ মালিঙ্গা খেলোয়াড়ি জীবনে পেসারদের মধ্যে অন্যতম হলেও ড্রেসিংরুমে তার আচরণ নিয়ে প্রায়ই উদ্বিগ্ন থাকতো সতীর্থরা। মালিঙ্গার ব্যাপারে এমন কথাও চাউড় আছে যে, দলের অধিনায়ককে বিপদে ফেলতে ইচ্ছাকৃত স্লো ওভার বোলিং করতেন তিনি। স্লো ওভার রেটের কারণে যেখানে শাস্তি পেতে হয় অধিনায়ককে।

আরও পড়ুন: বর্ষসেরার ৪ বছরের বড় খেলোয়াড় হলেন সেরা উদীয়মান ক্রিকেটার!

কিন্তু ব্যাটিং পরামর্শক জয়াবর্ধনের সাথে ভালো সম্পর্কের জেরেই নাকি পেস বোলিং কোচ হিসাবে মালিঙ্গার নাম প্রাধান্য পাচ্ছে। তবে খেলোয়াড় মালিঙ্গার পেস অস্ত্রাগারে যেসব কৌশল রাখা আছে, সে সবের সন্ধান পেলে লঙ্কান পেসারদের উপকৃত হওয়ার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত গৌতম গম্ভীর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply